বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে চীনের তৈরি সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ।শনিবার (১৭ জুলাই) রাতে চীনের এ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এছাড়া চীন বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা উপহারের ঘোষণা দিয়েছে।এর আগে শুক্রবার (১৬ জুলাই) চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়াং ইয়ান এসব তথ্য জানিয়েছেন।বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার দেয়। পরে দ্বিতীয় দফায় আরও ছয় লাখ টিকা উপহার দেয়। এছাড়া চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা ইতোমধ্যেই দেশে এসেছে।
Advertisement