সিয়েরা লিওনের রাজধানীতে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার একটি সংঘর্ষের ঘটনার পর তেলের ট্যাংকারটি বিস্ফোরিত হয় বলে জানা গেছে।নিহতের সংখ্যা সরকারিভাবে ঘোষণা না করা হলেও মর্গ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনডিএমএ)-এর পরিচালক মোহাম্মদ লামরানে বাহ জানান, ট্যাংকারে বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।রাজধানীর মেয়র নিজের ফেসুবকে এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়েলিংটনের বাই বুরেহ রোডের পাশে একটি জ্বালানিবাহী ট্রাক অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এটি খুবই দুঃখজনক খবর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে।শুক্রবার রাজধানী ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
সিয়েরা লিওনে ভয়াবহ ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৯১
Advertisement