সিরাজগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার (৬০) নিহত হয়েছেন। তিনি দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।শনিবার সন্ধ্যায় উপজেলার ভোগলমান গ্রামের এ ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার সময় ভোগলমান বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান কুদ্দুস সরকার নিজের সার ও কীটনাশকের দোকানে অবস্থান করছিলেন। তখন ১০ থেকে ১৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা দোকানে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা করছে। এছাড়া দায়ীদের ধরতে পুলিশ সব রকম প্রচেষ্টা চালাচ্ছে।

 

Advertisement