ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্র সিরিয়ার তেল ক্ষেত্রগুলোর মায়া ছাড়তে পারছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এছাড়া তিনি বলেছেন, ওয়াশিংটন শুধুমাত্র সিরিয়ার তেল ক্ষেত্রগুলোর দিকে দৃষ্টি কেন্দ্রীভূত করেছে।
‘রাশা২৪’ নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, মার্কিন সরকার চুরি করে সিরিয়ার তেল বাইরে পাচার করে দিচ্ছে। তেল চোরাচালানের অর্থ দিয়ে ওয়াশিংটন সিরিয়ায় নিজের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিপালন করছে।
তিনি বলেন, মার্কিন সরকার এখন তার নিয়ন্ত্রিত তেল ক্ষেত্রগুলোতে সিরিয়া সরকারকে প্রবেশ করতে দিচ্ছে না।
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার বলেছিলেন, মার্কিন সরকার সিরিয়ার উত্তরাঞ্চলে নিজের নিয়ন্ত্রিত এলাকার তেল চুরি করে মাসে তিন কোটি ডলার অর্থ আয় করছে।
Advertisement