সিলেট অফিস :: চলতি মাসেই শুরু হওয়ার কথা বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে বাংলাদেশ ছাড়া আরো তিনটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তবে আয়োজক বাফুফে আরো দুটি দেশকে টুর্নামেন্টে আনতে চাইছে। এছাড়া টুর্নামেন্টের ভেন্যু হিসেবে সিলেটকেও বিবেচনায় রাখছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে বঙ্গবন্ধু গোল্ডকাপ। এখনও পর্যন্ত চারটি দেশ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া। লাওস অথবা কম্বোডিয়ার মধ্যে থাকবে একটি দেশ।
তবে জাতির জনকের নামে টুর্নামেন্টে মাত্র ৪ দল হলে কেমন দেখাবে, এ বিবেচনায় এখন বাফুফে দল বাড়াতে কাজ করছে। আরো দুটি যুক্ত হতে পারে টুর্নামেন্টে।
বাফুফেল সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশসহ চারটি দল আমাদের হাতে আছে। আরো দুটি দল নিয়ে কাজ করছি আমরা। গতবারের মতো এবারও ছয়টি দল হতে পারে।
জানা গেছে, পূর্ব তিমুর, চীনা তাইপে ও তাজিকিস্তানের মধ্য থেকে দুটি দল আনার বিষয়ে কাজ করছে বাফুফে।
এদিকে, টুর্নামেন্টের ভেন্যু হিসেবে এবার শুরুতে শুধুমাত্র ঢাকাকেই রাখা হয়। তবে এখন সিলেটকেও ভেন্যু তালিকায় রাখতে চাইছে বাফুফে।
এ ব্যাপারে আবু নাইম সোহাগ বলেন, ‘ঢাকা সব ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। তবে সিলেটকেও এখন আমরা বিবেচনায় নিচ্ছি।’
জানা গেছে, টুর্নামেন্টের ম্যাচ সিলেটে হলে দুটি গ্রুপের মধ্য থেকে একটি গ্রুপের ম্যাচ হতে পারে এখানে।