সিলেট অফিস :: সিলেট নগরীর বাগবাড়ীতে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাগবাড়ী নরসিংটিলায় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় যুবকরা অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করলেও পরে সে পালাতে সক্ষম হয়।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় বাগবাড়ী প্রমুক্ত-১০১ এর বাসিন্দা মৃত বশারত মিয়ার ছেলে আব্দুস সালাম ওরফে আর্ট সালাম (১৪) ওই শিশুকে তার বাসায় সুকৌশলে ডেকে নিয়ে যায়। পরে বাসার একটি ঘরে শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটির আত্মচিৎকার শুনে স্থানীয় যুবকরা সেলিমকে হাতেনাতে আটক করে। পরে এলাকার প্রবীন ব্যক্তিরা বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দেন। এর কিছুক্ষণ পর সেলিম ওই ব্যক্তিদের কাছ থেকে ছাড়া পেয়ে পালিয়ে যায়।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করে।
এ ব্যাপারে লামাবাজার উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, ধর্ষণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সেলিমের মা’কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ঘটনার সত্যতা নিশ্চিত হতে এবং ধর্ষকের সন্ধান পেতে স্থানীয় ব্যক্তিদের সাথে বৈঠকে বসেছেন।