সিলেটের অন্তঃসত্ত্বা ভাষাকে কেড়ে নিলো করোনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট কানিজ রেহনুমা আহমেদ ভাষা। বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।অ্যাডভোকেট কানিজ রেহনুমা আহমেদ ভাষা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলার বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানা রাব্বানী এবং সুনামগঞ্জের প্রয়াত রাজনীতিবিদ গোলাম রব্বানীর মেয়ে। কানিজ রেহনুমার স্বামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।কানিজ রেহনুমার মৃত্যুর তথ্য নিশ্চিত করে তার সহকর্মী অ্যাডভোকেট সুবীর নন্দী দাস জানান কানিজ রেহনুমা অন্তঃসত্ত্বা ছিলেন।এদিকে সন্তানসম্ভবা ভাষার অকাল মৃত্যুতে সুনামগঞ্জসহ সিলেটের আওয়ামী পরিবারে শোকের ছায়া বইছে। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা শোক জানাচ্ছেন।

Advertisement