ব্রিট বাংলা রিপোর্ট: মানুষ ও মানবিকতার আহবানে সাড়া দিন- এই আহ্বানে ফটো জার্নালিষ্ট ইকবাল মনসুরের চিকিৎসা সহায়তায় সহযোগীতার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে পূর্বলন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্ট ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড কমিটি ইউকের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ৷
ফান্ড রেইজিং কমিটির এডভাইজার চ্যানেল এসের এমডি তাজ চৌধুরীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রিট মেন্টের জন্য গঠিত ফান্ড কমিটি ইউকের সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ৷
তিনি লিখিত বক্তব্যে বলেন,বিলেতের সাংবাদিক ও মিডিয়া কর্মীদের প্রচেষ্টা এবংচ্যানেল এস ও জাষ্ট হেল্প ফাউন্ডেশন ইউকের সহযোগীতায় এই মানবিক উদ্যোগ ৷
ইকবাল মনসুরকে সহযোগীতার আহ্বান জানিয়ে বলা হয়
সিলেটের ফটো জার্নালিস্ট ইকবাল মনসুরের চিকিৎসা সহায়তা প্রদানের আহ্বান জানিয়ে লন্ডনের সাংবাদিক সমাজকর্মী ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ যার অংশ হিসাবে মানুষ মানবিকতার ডাকে সাড়া দেবার আহ্বানে আজকের এই সংবাদ সম্মেলন ৷
ইকবাল মনসুর সিলেট শহরে জন্ম এবং বেড়ে উঠা৷ একজন ফটো জার্নালিষ্ট হিসাবে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন ৷
এবং সংবাদ কর্মীদের সংগঠনের সাথে জড়িত ৷
সম্প্রতি তিনি জটিল লিভার রোগে আক্রান্ত হন ৷
এবং সিলেটে এবং ঢাকায় চিকিৎসা গ্রহন করেন৷পরবর্তীতে উন্নত চিকিৎসা গ্রহনের জন্য উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে উন্নত চিকিৎসা গ্রহনের পরামর্শ প্রদান করে ৷
কিন্তু আর্থিক স্বচ্ছলতা না থাকা এবং জরুরী ভাবে বিদেশে যাওয়া অসম্ভব বিধায় এগিয়ে আসেন সিলেটের সকল স্হরের সাংবাদিক মিডিয়া কর্মীরা তাদের উদ্যোগে সিলেটের রাজনীতিক সামাজিক এবং ব্যবসায়ীদের এক সম্মেলিত সভায় তার প্রতি সাহায্যের হাত বাড়ানোর মানবিক আহ্বান জানান ৷
এবং প্রদক্ষেপ করা হয়৷
তাকে ভারতে পাঠানো হয়।সেখানে ডাক্তাররা জরুরী ভিত্তিতে লিভার ট্রান্স মেশনের বিষয়টির উপর গুরুত্ব দেন ৷
কিন্তু এই ব্যয় বহুল চিকিৎসা কার্যক্রম পরিচালনা তার পক্ষে সম্ভব নয় বিধায় তাই ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড সিলেটের আহ্বানে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তার তহবিল থেকে ৫লক্ষ টাকা মঞ্জুর করা হয়।
এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ৫ লক্ষ টাকা সংগ্রহের কারনে এবং সর্বদলীয় সিদ্ধান্তে বানিজ্য মেলার গেইট পাসের দ্বারা অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নতুন করে আশার আলাে জাগায় ৷
বৰ্তমানে জরুরী ভিত্তিতে আবার ভারত যেতে হবে এবং এই কার্যক্রমে তার ব্যয় হবে প্রায় ৪৫ লক্ষ টাকা ৷তাই তার ব্যক্তিগত ভাবেএবংসিলেটের সবার আহ্বানের ভিত্তিতে এই মানবিক আহ্বানে প্রবাসীদের নিকসাহায্যের সবিনয় অনুরোধ করা হয় ৷
আপনারা অনেকে জানেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছি তার অসুস্থতা শুনে চ্যানেল এসের এম ডি তাজ চৌধুরী সিলেট সফর কালীন তাকে দেখে আসেন এবং নগদ ৫০হাজার টাকা প্রদান করেন ৷
এবং সম্প্রতি লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি মোহাম্মদ জুবারের সিলেট গেলে সর্বস্তরের সংবাদকর্মীরা অনুরোধ রাখেন লন্ডনে একটি সম্মন্বিত উদ্যোগের যার ধারাবাহিকতায় আজকেরএইসংবাদ সম্মেলন ৷
প্রিয় সহকর্মী এবং বিশিষ্টজন আমরা বিশ্বাস করি অতীতে যে ভাবে সিলেটের সাংবাদিক কাত্তসার কে সবার সহযোগীতায় আর্থিক সহযোগীতা করা সম্ভব হয়েছে, এবারও আমরা আশাবাদী ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে অসহায় মানুষ টির ব্পিদে আমরা বন্ধুর ন্যায় এগিয়ে আসার অনুরোধ জানাই ৷ আপনারা জেনে খুশী হবেন চ্যানেল এসের এম ডি তাজ চৌধুরী ঘোষনা দিয়েছেন চ্যানেল এসে ফান্ড রেইজিং করা হবে কোন ধরনের এডমিন ফি ছাড়া ৷
এছাড়া কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন করছে জাষ্ট হেল্প ফাউন্ডেশন ইউকে ৷
সংবাদ সম্মেলনে তাজ চৌধুরী আগামী শুক্রবার ২ফেব্রুয়ারী বিকেল ৬টা থেকে এক ফান্ড রেইজিং করার ঘোষনা দেন চ্যানেল এস টেলিভিশনে ৷
উক্ত ফান্ড রেইজিং এ সবার সর্বাত্মক সহযোগীতা প্রত্যাশা করেন তিনি ৷
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চ্যানেল এসের চীপ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের উদ্যোক্তা চ্যারেটি সহযোগী সাংবাদিক মিজানুর রহমান মিজান ইকবাল মুনসুরের এক সময়ের সহকর্মী স্থাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী ও চ্যানেল এসের হেড অব নিউজ ব্রিটবাংলা এডিটর কামাল মেহেদী ৷
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন এটি এন বাংলার সিনিয়র রিপোর্টার সাংবাদিক মুস্তাক বাবুল স্থাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম, ইকবাল মনসুরের বন্ধু জামাল আহমদ ৷
সংবাদ সম্মেলনে বিলেতের প্রত্যেকটি সংবাদ ও গন মাধ্যমের প্রতিনিধি ও ব্যবসায়ী গন উপস্থিত হন ৷
এবং তাৎক্ষণিক ভাবে ৬হাজার পাউন্ড ফান্ড সংগ্রহের প্রতিশ্রুতি গ্রহন করা হয়৷