সিলেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

সিলেটে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।এর আগে সকালে নগরের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার মাঠে জড়ো হন জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দুপুরে শোভাযাত্রা শুরুর আগে রেজিস্টারি মাঠ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। নেতৃবৃন্দ বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগনের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমূখ।

Advertisement