সিলেটে ঝুলন্ত ইন্টারনেট ক্যাবল সরাতে সিসিকের নির্দেশ

সিলেট অফিস :: সিলেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নেতৃবৃন্দ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। রবিবার বিকেল ৩টায় চেম্বার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নেতৃবৃন্দ বলেন, সিলেট শহরের রাস্তার উপর দিয়ে স্থাপনকৃত ওভারহেড ইন্টারনেট ক্যাবলসমূহ সরানোর জন্য সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীরা বলেন, সিটি কর্পোরেশন কর্তৃক নির্দেশিত এলাকায় দশ-পনের হাজার ইন্টারনেট গ্রাহক রয়েছেন। যার মধ্যে ব্যাংক, বীমা, কর্পোরেট অফিস, স্কুল ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সংখ্যাই বেশী। বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ না করে এতগুলো প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ অপসারণ করা হলে এসব প্রতিষ্ঠান, গণমাধ্যম অফিস, অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেট অফিস সমূহ মারাত্মক অসুবিধার সম্মুখীন হবে।

এছাড়াও বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ না করে ওভারহেড ইন্টারনেট সংযোগগুলো অপসারণ করা হলে এখাতে জড়িত অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। ব্যবসায়ীগণ বৃহৎ স্বার্থ বিবেচনায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নেতৃবৃন্দ সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন। এসময় সিলেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নেতৃবৃন্দ সিলেট চেম্বারের নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেট শহর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। সিলেটের সুন্দর্য বর্ধনের জন্য ওভারহেড ক্যাবলসমূহ সরানো অতি জরুরী। আমরা বর্তমানে ব্যাংকিং, তথ্য আদান প্রদান সহ দাপ্তরিক সকল ধরণের কার্যক্রম ইন্টারনেটের উপর নির্ভরশীল। সিটি কর্পোরেশনের নির্দেশিত এলাকায় যেসব গুরুত্বপূর্ণ অফিস ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর প্রয়োজন বিবেচনায় বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে ওভারহেড ইন্টারনেট ক্যাবল সমূহ অপসারণ করা হলে বড়ধরণের অসুবিধা সৃষ্টি হবে। তিনি এবিষয়ে সিলেট সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এব্যাপারে চেম্বারের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলাপ করে একটা সমাধানের পথ বের করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখার চেয়ারম্যান ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, সিলেটের বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানির প্রতিনিধিবৃন্দ ।

Advertisement