সিলেটে ট্রাক্টরচাপায় ২ শিশু নিহত

সিলেটের কানাইঘাটে ট্রাক্টরচাপায় নাইম আহমদ (৮) ও মাইশা আক্তার (৫) নামে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে ভাই-বোন। এ ঘটনায় আরেক শিশু ও ট্রাক্টরচালক আহত হয়েছে।মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মাহতাব উদ্দিনের সন্তান।স্থানীয়রা জানান, এদিন সকালে লন্তিরমাটি গ্রামের শরীফ উদ্দিন জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। চালক শরীফ উদ্দিনের পাশে বসা ছিলো শিশু নাইম ও মাইশা। ট্রাক্টরটি জমি থেকে রাস্তায় তোলার সময় নাইম ও মাইশা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর শিশুটি ছিটকে গিয়ে দূরে পড়ে যায়।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু তিনজনকে ট্রাক্টরে তোলা হয়েছিল। ট্রাক্টর জমি থেকে রাস্তায় তুলতে গিয়ে শিশু দুটি পড়ে গিয়ে মারা যায়। আহত হয় ট্রাক্টরচালক শরীফ উদ্দিন ও আরেক শিশু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে, এটি যেহেতু স্রেফ দুর্ঘটনা, ইচ্ছে করে ঘটেনি, সে কারণে নিহত শিশুদের অভিভাবক আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকছেন।

Advertisement