গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সিলেটে বন্যার্তদের মধ্যে ১৫ লক্ষ টাকার ত্রান সহায়তা প্রদান করেছে। সম্প্রতি সিলেটে বিভাগের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে এই ত্রান সহায়তা প্রদান করা হয় ।
রোববার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান এই তথ্য জানান । এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক খসরু খান, জিএসসি পেট্রন ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই, পেট্রন একে এম আবুতাহের চৌধুরী, সহ সভাপতি মির্জা আছহাব বেগ, সহ সভাপতি মোঃ ইছবাহ উদ্দিন, সহ সভাপতি এম এ আজিজ, জিএসসি সাউথ রিজিওনের সাধারন সম্পাদক ফজলুল করীম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম আলাউদ্দিন, কেন্দ্রিয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সুফী সুহেল আহমদ, ইকবাল চৌধুরী ,মোঃ আব্দুস শহীদ, আব্দুল গফুর, আব্দুল মালিক কুটি, মুহিব চৌধুরী , কাজী মাসুদ , মোঃ আবুল মিয়া প্রমুখ ।
সভায় সুষ্ঠু ভাবে ত্রান কার্যক্রম সম্পুন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয় । বিজ্ঞপ্তি