সিলেটে মোদিবিরোধী বিক্ষোভ, জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

সিলেট অফিস : সিলেটে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বেলা সোয়া ১টার দিকে নয়া সড়ক এলাকা থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা মোদি বিরোধী বিক্ষোভ বের করে। এ সময় নয়াসড়কে থাকা পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ওই বিক্ষোভ মিছিল থেকে ১৫ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ১৫টি মোটরসাইকেলও আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফউল্লাহ তাহের জানিয়েছেন- বিক্ষোভ চলার সময় পুলিশ ১৫ জনকে আটক করার পাশাপাশি ১৫টি মোটরসাইকেল জব্দ করেছে। আটককৃতরা জামায়াত ও শিবিরের কর্মী বলে জানান তিনি। এদিকে, সিলেটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ ও কাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি রয়েছে টহলে।

Advertisement