সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত করলেন ওবায়দুল কাদের

সিলেট অফিস :: সিলেটে পৌছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে বেলা সাড়ে ১২ টায় হজরত শাহজালাল (রহ.) ও বেলা ১ টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

এরআগে বেলা ১২টায় বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছালে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে চলে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে বেলা তিনটায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

Advertisement