১৪ মিনিটের ব্যবধানে সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় পরপর দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।তবে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের বিষয়ে কিছু বলতে পারছে না সিলেট আবহাওয়া অফিস।সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, টানা দুই বার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে বলে জানান তিনি।
Advertisement