সিলেট অফিস :: সিলেটে ১৮ বছরে কর আদায়ের পরিমাণ বেড়েছে প্রায় ৬০০ কোটি টাকা। একই সাথে বেড়েছে করদাতার সংখ্যাও। কর আদায়ের সাথে সংশ্লিষ্টরা বলছেন, কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের কারণে মানুষের মন থেকে করভীতি কাটছে। ফলে করদাতার সংখ্যা ও কর আদায়ের পরিমাণ বাড়ছে। চলতি ২০১৯-২০ অর্থবছরে সিলেট অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৯৬৪ কোটি ৭৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এবছর কাঙ্খিত কর আদায় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
২০০১ সালের ১ নভেম্বর সৃষ্টি হয় সিলেট কর অঞ্চল। ঐ অর্থবছরে (২০০১-২০০২) কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৪ কোটি টাকা। প্রথম বছরেই আদায় হয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি ১৪ লাখ টাকা বেশি। অর্থাৎ ওই বছর কর আদায়ের পরিমাণ ছিল ৪৭ কোটি ১৪ লাখ টাকা।
সিলেটের কর কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুসারে, সিলেট কর অঞ্চলে ২০০২-০৩ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৫৮ কোটি টাকা ধরা হলেও আদায় হয় ৫১ কোটি ৬৪ লাখ টাকা। আগের বছরের মতো ২০০৩-০৪ অর্থবছরেও কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ৬৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও আদায় হয় ৬১ কোটি ৪৬ লাখ টাকা। তবে টানা দুইবছর পর লক্ষ্যমাত্রা পূরণ হয় ২০০৪-০৫ অর্থবছরে। ওই বছরে ৭০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ৭০ কোটি ১৮ লাখ টাকা। ২০০৫-০৬ অর্থবছরে ৯০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল; আদায় হয় ৮৩ কোটি ৩৫ লাখ টাকা।
সিলেট কর অঞ্চলে প্রথমবারের মতো ১০০ কোটি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০০৬-০৭ অর্থবছরে। সে সময় ১০১ কোটি ৯০ লাখ টাকা আদায় করা হয়। ২০০৭-০৮ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৫০ কোটি টাকা। ওই সময় আদায়ের পরিমাণ ছিল ১৫৫ কোটি ৮০ লাখ টাকা। ২০০৮-০৯ অর্থবছরে ১৭৩ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরে ১১৮ কোটি ৬০ লাখ টাকা আদায় করা হয়। ১৮৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল ২০০৯-১০ অর্থবছরে। তবে আদায় হয় ১৩০ কোটি ৮৫ লাখ টাকা। পরের অর্থবছরেও (২০১০-১১) একই পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সে সময় আদায়ের পরিমাণ প্রায় কাছাকাছি (১৭৮ কোটি ৮৬ লাখ টাকা) ছিল।
২০১১-১২ অর্থবছরে সিলেট কর অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা আড়াইশ’ কোটি টাকা ছাড়িয়ে যায়। লক্ষ্যমাত্রা ২৮১ কোটি টাকা নির্ধারণ করে আদায় হয় ২৮৪ কোটি ৯৬ লাখ টাকা।
এদিকে, ২০১২-১৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৫৫ কোটি টাকা। আদায় হয় ৩৭১ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে ৪৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩৯২ কোটি ৪০ লাখ টাকা আদায় হয়। ২০১৪ সাল থেকে দেশে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় ছিল। এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতির ওপরও। ফলে ২০১৪-১৫ অর্থবছরে সিলেট অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ৩৩২ কোটি টাকায়। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয় ৩৫৯ কোটি ৭৮ লাখ টাকা।
২০১৫-১৬ অর্থবছরে ৪৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরে ৩৮১ কোটি ৮১ লাখ টাকা আদায় করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে আদায়ের লক্ষ্যমাত্রা ৫০০ কোটি টাকায় গিয়ে পৌঁছায়। আদায় হয় ৫১৫ কোটি ২৮ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে লক্ষ্যমাত্রা ২২৫ কোটি টাকা বেড়ে দাঁড়ায় ৭২৫ কোটি টাকায়। তবে আদায়ের পরিমাণ ছিল বেশ কম, ৫৩৭ কোটি ৭১ লাখ টাকা।
সিলেট কর কমিশনারের কার্যালয়ের তথ্য বলছে, সিলেট কর অঞ্চলে এখনও পর্যন্ত সবমিলিয়ে ১৮টি অর্থবছরে কর আদায় করা হয়েছে। এর মধ্যে ১০ বারই লক্ষ্যমাত্রা ছোঁয়নি কর আদায়ের পরিমাণ।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহা জানান, এ অঞ্চলে কর আদায়ের পরিমাণ বাড়াতে, কর দাতাদের উৎসাহিত করতে বিভিন্ন শ্রেণিতে করদাতাদের সম্মাননা প্রদান করা হচ্ছে। এছাড়া বাসা-বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নতুন করদাতা সনাক্ত করার কাজ চলছে।