সিলেটের সংস্কৃতি,অসাম্প্রদায়িক, বনাঢ্যঐতিহ্যর জীবনের মান এবং পথযাত্রার ইতিহাস নিয়ে সিলেট উৎসব-
ব্রিটবাংলা রিপোৰ্ট:সিলেট উৎসব কমিটি যুক্তরাজ্য এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন শুক্রবার পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়।
উৎসব কমিটির কো চেয়ার জামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির চেয়ার সাংবাদিক মানবাধিকার কর্মী আনসার আহমদ উল্ল্যা ৷
লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট উৎসব কমিটি যুক্তরাজ্যের সেক্রেটারী সাংবাদিক আহাদ চৌধুরীবাবু ৷
এ সময় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন কমিটির ট্রেজারার লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আ স ম মাসুম মিডিয়া সেক্রেটারী জুয়েল রাজ এবং সদস্য সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ,চ্যানেল এসের হেড অব নিউজ সাংবাদিক কামাল মেহেদী ও মুস্তাফিজুর রহমান বেলাল ৷
সংবাদ সম্মেলনে বিলেতের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,আমরা একটি বিশেষ উদ্যোগ কে সামনে নিয়ে গতবছরের ঘোষণার আলোকে বৃহত পরিষরে বিলেতের অবস্থানরত সিলেটবাসীদেরএবং প্রবাসীদের জানানোর অংশ হিসাবে আজকের সংবাদ সম্মেলন ৷
ঐতিহ্য কৃষ্টি আর সংস্কৃতির বিশাল বনাঢ্য সমৃদ্ধ ইতিহাসকে অবলম্বন করে বিলেতে ৫ লক্ষ সিলেট প্রবাসীর অৰ্জনকে সকল স্থরে সার্বজনীন ভাবে প্রচার ও তুলে ধরতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিলেট সম্মিলন বা সিলেট উৎসব করবো৷
তারই আলোকে, গত এক বছরের কাজের ধারাবাহিকতার আগামী ৪ঠা মার্চ১৮ রবিবার পূর্ব লন্ডনে বৃহত্তর সিলেটের রঙ্গিন উৎসব অনুষ্ঠিত হবে ৷
লিখিত বক্তব্যে বলা হয়,আমরা আঞ্চলিক সিমাবদ্ধতায় বিশ্বাসী নই, কিন্তু একটি অঞ্চলের হাজারো সমৃদ্ধ ইতিহাস দেশে বিদেশে বিশাল ভুমিকা রেখেছে পরিবেশ বা কমিউনিটি গড়তে তাই আমাদের দারবদ্বতার প্রশ্নে এ ধরনের আয়োজন ৷
আমরা বিশ্বাস করি সবার অংশ গ্রহনে সার্বজনীন উৎসবে রুপ নিবে ৷ঐতিহ্যের বন্ধনে নুতন করে উদ্বুদ্ধ করা।
সিলেটের সংস্কৃতি, অসাম্প্রদায়িক বনাঢ্যঐতিহ্যর জীবনের মান এবং পথযাত্রার ইতিহাস এবং সফলতার গল্পের কাহিনী স্থান পাবে এই উৎসবে ৷
সিলেট অঞ্চলের লোকজন আজ সারা বিশ্বে ছড়িয়ে আছে। সিলেটিরা শিকড় ছাড়া হতে পারে না
আর এই মুক্ত হতে না পারাটা ‘সিলেটি’ পরিচয়ের অহংকার এই চেতনা ধারণ করে প্রতিবছর ব্রিটেনের প্রতিটি শহরে সবার অংশ গ্রহনে সিলেট উৎসব অনুষ্ঠিত হবে ৷
সবার সাথে আমরা একমত সিলেটকে ব্র্যান্ডিং করতে হবে।সিলেটের পর্যটন শিল্প ব্যবসা বানিজ্য প্রবাসী বিনিয়োগ,মহান মুক্তি যুদ্ধের গৌরব গাঁথা ইতিহাস বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে, মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সিলেটি বৃহত্তর সিলেটের অবদান এবং পরিচিতি তুলে ধরতে হবে।
তারই ধারাবাহিকতায় শিল্প-সংস্কৃতিতে সিলেটের অবদান তুলে ধরার চিত্র নিয়ে একটি ম্যাগাজিন বের করার ইচ্ছা প্রকাশ করছি ৷
প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য প্রদান, সামরিক একনায়কত্বের বিরুদ্ধে প্রচারণা, চরমপন্থীতা, বাংলাদেশে বিনিয়োগ,
প্রবাসে বর্ণবাদ বিরোধী আন্দোলন, শহীদ আলতাব আলীর জন্ম মাটি সিলেটের বিলেত প্রবাসীদের এই উৎসবে ব্যতিক্ৰমএবংবনাঢ্য করার প্রচেষ্টা থাকবে শত ভাগ৷
রক্তের ঋণের বাংলাদেশ আমাদের ৷একটি অঞ্চল হচ্ছে বৃহত্তর সিলেট যেটা আমাদের পূর্ব পুরুষের এবং আমাদের প্রিয় শিকড় ৷
আপনাদের সবার সহযোগীতা কামনা করি৷