সিলেট অফিস :: বিমানের বিশেষ ফ্লাইটে সিলেট থেকে ঢাকা গেলেন ১৫৬ জন বৃৃটিশ যাত্রী। ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে তারা ঢাকা যান। তার আজই ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন- বৃহস্পতিবার সকালে সিলেট আসে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে। ওই ফ্লাইটে সিলেট থেকে বেলা ১১ টা ২০ মিনিটে ১৫৬ জন যাত্রী ঢাকা গেছেন। তারা ইতিমধ্যে তারা ঢাকা গিয়ে পৌছেছেন বলে জানান তিনি।
করোনা ভাইরাসের কারনে ফ্লাইট বন্ধ থাকায় সিলেটে আটকা পড়েছিলেন ওই সব যাত্রীরা। আরে দুটি ফ্লাইট সিলেট থেকে এ সপ্তাহে ছাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Advertisement