সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ৫৫.১ শতাংশ, জেলায় ৬০.৩৩

সিলেট বিভাগে একদিনে ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭১১টি নমুনা পরীক্ষায় এই রোগীদের শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার হয়েছে ৫৫ দশমিক ৪১ শতাংশ, যা বিভাগের এ যাবৎকালের সর্বোচ্চ।এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৬০ দশমিক ৩৩ শতাংশ।বিভাগীয় পর্যায়ে শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত রেকর্ড করা তথ্য এগুলো।স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে শনিবার সকালে এ তথ্য দেয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এ নিয়ে বিভাগে ৫১৭ জন করোনা মারা গেলেন।এই ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে ১১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ রোগী।সব মিলিয়ে এ পর্যন্ত বিভাগে ২৪ হাজার ৭৩২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আর করোনা শনাক্ত হয়েছে মোট ২৮ হাজার ৯৪১ জনের।শনাক্ত রোগীদের মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন রয়েছেন।

Advertisement