সিলেট-৩ আসনে নির্বাচন,নৌকায় চড়তে ২৫ প্রার্থীর দৌড়ঝাঁপ

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনটি। সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হয়। এখানে সরগরম আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে। লন্ডন থেকে অনেকেই দেশে আছেন নৌকা পেতে। আবার এই আসনটি দখলে নিতে জাতীয় পার্টিও লোভ আছে।এখানে আওয়ামী লীগের অন্তত ২৫ জন প্রার্থী মনোনয়ন পাওয়ার আশা করছেন।প্রার্থিতা ঘোষণা দিয়ে ভোটের প্রস্তুতি শুরু করেছেন প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগের পরিচিত নেতা হাবিবুর রহমান হাবিবও নৌকার টিকিট পেতে লড়াইয়ে রয়েছেন। নৌকার জন্য মাঠে নেমেছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সক্রিয় হয়েছেন বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ও স্বাস্থ্য বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. এহতেশামুল হক চৌধুরী।

এছাড়াও লন্ডনের ম্যানচেস্টার আওয়ামী লীগ সভাপতি স্যার এনামুল ইসলাম, সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, রাজনীতিবিদ ও সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতা এ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেট ৩ আসনে মোট ২ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ৬১৮ এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৬৯১ জন।

Advertisement