ব্রিট বাংলা ডেস্ক :: সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মন্ত্রী বলেছেন, আমাদের নীতি হচ্ছে- সীমান্তে যাতে একজনও মারা না যায়। এ ব্যাপারে ভারত সরকারও অঙ্গীকার করেছিল। কিন্তু হত্যাকাণ্ড ঘটছে। তাই আমরা উদ্বিগ্ন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ উদ্বেগের কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঙ্গীকারের পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটা দুর্ভাগ্যজনক। আমাদের উদ্বেগের বিষয়টি আমরা ভারতকে জানাব। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আমাদের কাছে ভারত যে অঙ্গীকার করেছিল, সেটা পূরণ করতে বলব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনদিনের সরকারি সফরে রোববার বিকালে প্রধানমন্ত্রী আবুধাবির উদ্দেশে রওনা হওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।