সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর কঠোর নিন্দায় বাংলাদেশ

সুইডেনের একটি চরম ডান চরমপন্থী গ্রুপের দেশটির বেশ কয়েকটি নগরীতে পবিত্র কোরআন পোড়ানোর কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।এতে বলা হয়, পরবর্তীতে অস্থিরতা ও সহিংস বিক্ষোভে বেসামরিক নাগরিক ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হতাহতের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মীয় স্বাধীনতাকে অবশ্যই সমুন্নত রাখতে এবং সম্মান করতে হবে।সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সহনশীলতার অনুশীলন ও অযাচিত উস্কানি থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।

Advertisement