ব্রিট বাংলা ডেস্ক :: সুপরিচিত কুর্দি সাংবাদিক ও টেলিভিশনের উপস্থাপক আমাঞ্জ বাবানিকে হত্যা করা হয়েছে। একইসঙ্গে হত্যা করা হয়েছে তার স্ত্রী ও একমাত্র শিশু সন্তানকেও। বুধবার সুলায়মানিয়াহ শহরে পুরো পরিবারকে গুলি করে হত্যা করা হয়। সংবাদ মাধ্যম এনআরটিতে কর্মরত ছিলেন বাবানি। তারাই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া পুলিশ ও মেডিকেল সূত্রে তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে।
তার মৃত্যুর পর পরিবারের সদস্য, সাংবাদিক ও ভক্তরা হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করে। তার স্ত্রী নিজেও একজন সাংবাদিক ছিলেন।
তিনি আরেকটি কুর্দি সংবাদ মাধ্যমে কর্তব্যরত ছিলেন। তাদেরকে হত্যার পেছনে কারা যুক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী উদ্দেশ্যে তাদেরকে পরিবারসহ হত্যা করা হয়েছে তার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
Advertisement