সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইংল্যান্ডে দ্বিগুন বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা

ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যাও। শুক্রবার প্রকাশিত সরকারী তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘন্টায় বৃটেনে করোনায় আরো ১৩ হাজার ৮শ ৬৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় বৃটেনে আরো ৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় বৃটেনে মৃতের সংখ্যা ৪২ হাজার ৬শ ৭৯ জনে গিয়ে দাঁড়াল।
এদিকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইংল্যান্ডে প্রতি ২শ ৪০ জনের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং আক্রান্তের সংখ্যা উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ইংল্যান্ড এবং ইয়র্কশায়ারে সবচাইতে বেশি জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্টেটিসটিকস। ওএনএসের তথ্য মতে, ইংল্যান্ডে গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের ভেতরে ১ লাখ ১৬ হাজার ৬শ মানুষ করোনায় আক্রান্ত হন। কিন্তু পরের সপ্তাহেই তা প্রায় দ্বিগুন হয়ে যায়। অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবরের ভেতরে আক্রান্ত হন ২ লাখ ২৪ হাজার। এই সপ্তাহে প্রতি ২শ ৪০ জনের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত হন ইংল্যান্ডে। অন্যদিকে ওয়েলসে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বরের ভেতরে আক্রান্ত হন ৬ হাজার ৪শ। পরের সপ্তাহে তা কমে ৬ হাজার ১শতে নেমে আসে। অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর প্রতি ৫শ জনের মধ্যে ১ জন আক্রান্ত হন।

Advertisement