সোশ্যাল মিডিয়ায় কুৎসা, পুলিশের দ্বারস্থ সৌমিত্র কন্যা

ব্রিট বাংলা ডেস্ক :: মৃত্যর পরেও রেহাই নেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের।  একদিকে সোশ্যাল মিডিয়ায় যেমন গঠনমূলক সৌমিত্র স্মৃতিচারণ চলছে। তেমনই সোশ্যাল মিডিয়ার একাংশে সৌমিত্রর মৃত্যুর জন্যে তাঁর পরিবারকে দায়ী করে কুৎসা রটানোর পালা অব্যাহত। এই করোনাকালে সৌমিত্র পরিবারের চাপে পড়েই কাজে বেরোতে বাধ্য হয়েছিলেন বলে যেমন পোস্টের পর পোস্ট পড়ছে, তেমনই ৮৫ বছর বয়েসে পরিবারের চাকা সচল রাখতে তাঁকে কাজ করতে নিয়মিত বাধ্য করা হত বলেও সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে। শোকের এই পরিবেশে সৌমিত্রর পরিবার আহত হচ্ছে এই প্রচারে।

বাধ্য হয়ে সৌমিত্র কন্যা পৌলোমী বসু চট্টোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ লিপিবদ্ধ করেছেন। পৌলোমী বলেন,  এই শোকের সময় এই ধরণের পোস্ট তাঁদের পরিবারের ভাবমূর্তির জন্যে সঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় এগুলো যাতে বন্ধ হয় তাই তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন।

Advertisement