ব্রিট বাংলা ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে সৌদি আরবের তায়েফ শহরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
আবুল কালাম আজাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কবিরহাট এলাকার আব্দুল করিম বেপারী বাড়ির মৃত হেদায়েত উল্লাহর ছেলে।
তায়েফ থেকে প্রবাসী বাংলাদেশি আল আমিন জানান, মোবাইল ফোনে দেশে কথা বলতে বলতে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আবুল কালাম মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে তায়েফ জেনারেল হাসপাতালে নেয়া হলে মারা যান। বর্তমানে তার লাশ তায়েফ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ দেশে পাঠানো হবে বলে জানান জেদ্দা কনস্যুলেট শ্রম কর্মকর্তা আমিনুল হক।
Advertisement