ব্রিট বাংলা ডেস্ক :: নিউটাউন অ্যাকশন এরিয়া- ওয়ান এ দু কাঠা জমি সরকারকে ফিরিয়ে দেওয়ার যে প্রস্তাব সৌরভ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তা এখন নবান্নে ফাইলবন্দি হয়ে পড়ে আছে। সৌরভ অদূরভবিষ্যতে কি রাজনৈতিক অবস্থান নেন সেটা সম্ভবত জমির ভাগ্য তার ওপরে নির্ভর করছে। ২০১৩ সালে সৌরভ হিডকোকে নগদ সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে জমিটি নিয়েছিলেন। এমনিতে জমির দাম ছিল এগারো কোটি টাকা। কিন্তু, সৌরভ ওই জমিতে একটা স্কুল করবেন এবং দরিদ্র শিশুরাও এই স্কুলে পড়তে পারবে এই অঙ্গীকারে জমির দাম অর্ধেক করা হয়। কিন্তু, সাত বছরেও স্কুল হয়নি এবং সৌরভ সম্প্রতি স্কুল করার পরিকল্পনা স্থগিত করে দেওয়ার পর ভারতের প্রাক্তন অধিনায়ক হিডকোকে জমি ফেরত দেওয়ার প্রস্তাব দেন। সাধারণত এই সব ক্ষেত্রে জমির দাম ফেরত দিয়ে সরকার জমি নিয়ে নেয়। সৌরভের ক্ষেত্রেও তাই হওয়ার কথা ছিল। কিন্তু, সম্প্রতি সৌরভের বিজেপিতে যোগ নিয়ে নানা রটনা থাকায় সম্ভবত রাজ্য সরকার একটু ব্যাকফুটে। পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী তারা। তাই, আবেদনের চার মাস পরেও ফাইল নড়েনি।।
Advertisement