স্কটল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত : Five dead as minibus and 4×4 crash on A96 in Moray

ব্রিটবাংলা ডেস্ক :  স্কটল্যান্ডের একটি মটরওয়েতে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫জন । এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে মোরওয়ে এ৯৬ রাস্তায় একটি মিনিবাস এবং ফোর বাই ফোর গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আহতদের এম্বুলেন্স এবং হেলিকপ্টার যোগে এবারডিনসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

রাতভর দুর্ঘটনাকবলিত রোডটি বন্ধ থাকলেও সকাল ১০টায় খুলে দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে দুর্ঘটনায় দুমড়ে মুছরে যাওয়া দুটি গাড়ি।

Five people were killed and five others injured when a minibus and 4×4 crashed in Moray.

The collision was on the A96, three miles from Keith on the road to Huntly, at 23:50 on Thursday.

Police said one of the five injured had “potentially life-threatening injuries”.

The emergency services were assisted by a coastguard helicopter. Casualties were taken to various hospitals, one being airlifted.

Advertisement