স্কটল্যান্ড-ওয়েলস পার্লামেন্টের চুড়ান্ত ফল প্রকাশ : লন্ডন মেয়র সাদিক খান পুননির্বাচিত

ব্রিটবাংলা ডেস্ক : ওয়েলস পার্লামেন্টে আবারো ক্ষমতায় এসেছে লেবার পার্টি। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী ওয়েলস পার্লামেন্টের ৬০টি আসনের মধ্যে লেবার পার্টি পেয়েছে ৩০টি আসন। কনজারভেটিভ ১৬টি, প্লেইড কামরু ১৩ এবং লিবডেম ১টি আসন পেয়েছে। এদিকে স্কটল্যান্ড পার্লামেন্টের ১শ ২৯টি আসনের মধ্যে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৬৪টি আসন। এছাড়াও লিবডেম ৪টি, কনজারভেটিভ ৩১টি এবং লেবার পার্টি ২২টি আর গ্রীন পার্টি পেয়েছে ৮টি আসন।অন্যদিকে ইংল্যান্ডের ১শ ৪৩টি কাউন্সিলের মধ্যে ১শ ৩২টি কাউন্সিলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কনজারভেটিভের ২ হাজার ২শ ১টি কাউন্সিলর পাশ করেছেন। আর লেবার পার্টির পাশ করেছেন ১ হাজার ২শ ৬৬ জন কাউন্সিলর। লিবডেমের ৫শ ২২ জন/ স্বতন্ত্র ২শ ৪৭ জন এবং গ্রীন পার্টির ১শ ২০ জন কাউন্সিলর পাশ করেছেন। এদিকে লিভারপুল, গ্রেটার ম্যানচেস্টার এবং লন্ডনে লেবার দলীয় মেয়র প্রার্থী জয়ী হয়েছেন। লন্ডন মেয়র নির্বাচনের ফলাফল এখনো প্রকাতি হয়নি। তবে টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামের রেফারেন্ডামের মেয়রাল সিস্টেম জয়ী হয়েছে।
Advertisement