স্কুল খুলবে মঙ্গলবার আর শুক্রবার বিকেলে পরিকল্পনা প্রকাশ করল বরিস সরকার

ব্রিটবাংলা ডেস্ক : পহেলা সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের প্রাইমারি এবং সেকেন্ডারী স্কুল খোলা হবে। কিন্তু শুক্রবার বিকেলে এ বিষয়ে চার স্তরের পরিকল্পনা প্রকাশ করায় সরকারের সমালোচনা করেছে শিক্ষক ইউনিয়ন নেতারা।
এলাকা ভিত্তিতে সংক্রমনের হারের উপর নির্ভর করে সরকার চারটি স্তরের কথা ঘোষণা করেছে। পরিকল্পনার প্রথম স্তর হলো, পহেলা সেপ্টেম্বর থেকে সব শিক্ষার্থীকে ফুল টাইম স্কুলে যেতে হবে। দ্বিতীয় স্তরে, স্থানীয়ভাবে করোনার বিস্তারের উপর ভিত্তি করে সেকেন্ডারী স্কুলে পার্ট টাইম রোটা অনুযায়ী ক্লাস নেওয়া হবে। তৃতীয় স্তরে, করোনার বিস্তার বেশি হলে সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থী যাদের করোনা ঝুঁকি বেশি তাদেরকে বাড়ি থেকে পড়ার সুযোগ দেওয়া হবে। আর চতুর্থ স্তর বা চুড়ান্তভাবে প্রয়োজনে সব স্কুল আবারো লকডাউন করা হবে।

ইংল্যান্ডের কিছু স্কুল এরিমধ্যে চালু হয়ে গেছে। আর কিছু স্কুল পহেলা সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা রয়েছে। কিন্তু সরকারের এই পরিকল্পনা প্রকাশের জন্যে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিল শিক্ষক ইউনিয়নের নেতারা। মঙ্গলবার স্কুল খুলবে আর শুক্রবার বিকেলে সরকার এই পরিকল্পনা প্রকাশের সমাচোলনা করেন তারা।

Advertisement