নিউহ্যামের স্টার্টফোর্ড ইসলামিক কালচ্যারাল সেন্টারের উদ্যোগে ১০ ই মে, রোববার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুস্টানের আয়োজন করা হয়।
সোসাল ডিস্টেন্সিং বজায় রেখে খাদ্যসামপ্রী বিতরন অনুস্টানটি উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও নিউহ্যাম বারার ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ। সেন্টারের সভাপতি শাইখ আব্দুল মতিন ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ নিজাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্টানে সেন্টারের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরন দেন সংগঠনের ওয়েলফেয়ার সেক্রেটারী মুহম্মদ আব্দুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ সংগঠনের ব্যতিক্রমধর্মী মানবতাবাদী কার্যক্রমের প্রশংসা করে বলেন, গোটা পৃথিবীব্যাপী আমরা এক অভাবনীয় চ্যালেন্জ মোকাবিলা করছি। এ সময় অভাবগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বেশী মহত্বের কাজ। তিনি ভলেন্টিয়ারদের করোনা ভাইরাস, এ থেকে সৃষ্ট চ্যালেন্জ ও আমাদের দায়িত্ব এবং করনীয় সম্পর্কে এক সুন্দর দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে সভাপতির সংক্ষিপ্ত ও ধন্যবাদ জানানোর মাধ্যেমে প্রোগ্রামটি শেষ হয়।। আত্বপ্রত্যয়ী (ডেডিকেটেড) ভলেন্টিয়ারদের মধ্যে যারা উপস্তিত ছিলেন মারুফ রহমান, মুহিবুর রহমান, সামির উদ্দিন আহমদ, বদরুল ইসলাম রেজা, আশফাক আহমদ, মাহবুব, খসরু ও হাসান।