ব্রিট বাংলা ডেস্ক :: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকুভ লিজম্যান ও তার স্ত্রী। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের আনাদুলু এজেন্সি প্রতিবেদন প্রকাশ করে।
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকুভ লিজম্যান ও তার স্ত্রী। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের আনাদুলু এজেন্সি প্রতিবেদন প্রকাশ করে।
এদিকে জন্স হপকিন্স ইউনিভার্সিটির সূত্রে জানা যায়, চীনের উহান শুরু হওয়ার করোনা ভাইরাসা এখন ২০৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৭১ জন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৬০৫ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ১৭৭ জন।
Advertisement