ব্রিট বাংলা ডেস্ক :: লক্ষীপুরের রামগতিতে ৫ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশু কন্যাকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আবদুল গফুর নামে এক কয়েদীর ফাঁসি কার্যকর করা হয়েছে।
রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ফাঁসি কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ। আবদুল গফুর লক্ষীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত. শামসুল হকের ছেলে।
এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুজ্জামান উপস্থিত ছিলেন। কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেলসুপার আবদুুল জলিল রায় কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় কার্যকরের পর মরদেহ তার স্বজনদের কাছে তুলে দেয়া হয়।
২০০৬ সালের ৮ই অক্টোবর আবদুল গফুরের বিরুদ্ধে লক্ষীপুরের রামগতি থানায় পারিবারিক কলহের জেরে ৫ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা শিশুকে হত্যার দায়ে মামলা হয়। এ মামলায় ২০০৮ সালের ২৮শে এপ্রিল লক্ষীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গতরাতে এ রায় কার্যকর করে গাজীপুরের কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।।