পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান আফগানিস্তান ইস্যুতে ফোনে কথা বলেছেন। তারা উভয়েই আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন।
আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার দেশ দুটির নেতারা আফগান ইস্যুতে ফোনে আলাপ করেন।ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার কথা তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানকে অবগত করেন।বিবৃতিতে আরও বলা হয়, ইমরান খান আফগানিস্তানে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার জন্য ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন এ দুই নেতা, বলা হয় বিবৃতিতে।তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান বেশ কয়েক দিন আগে আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন।প্রেসিডেন্ট ইমোমালির এ বক্তব্যকে আফগানিস্তানের প্রথম উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা হিসেবে অভিহিত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
স্থিতিশীল আফগানিস্তান চায় পাকিস্তান-তাজিকিস্তান
Advertisement