ইনজুরি আক্রান্ত লেফট-ব্যাক হোসে গায়ার বদলী হিসেবে টিনএজার আলেহান্দ্রো বাল্ডেকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করেছে স্পেন। ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার গায়া বুধবার অনুশীলনের সময় গোঁড়ালিতে আঘাত পান। তখনই কোচ লুইস এনরিকে জানিয়েছেন শুক্রবার পর্যন্ত গায়াকে পর্যবেক্ষনে রাখা হবে।এ সম্পর্কে এক বিবৃবিতে স্প্যানিশ এফ’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই ফুল-ব্যাক হতাশা নিয়েই কাতার ছেড়েছে। তবে যাবার আগে পুরো দলের জন্য ভালবাসা ও শুভকামনা জানিয়ে গেছেন। ফেডারেশনও তার প্রতি পরিপূর্ণ আস্থা দেখিয়েছে। জাতীয় পর্যায়ে চার বছর নিজেকে প্রমানের পরেই তিনি স্প্যানিশ দলে জায়গা করে নিয়েছিলেন।২৭ বছর বয়সী গায়া ভ্যালেন্সিয়ার হয়ে এবারের মৌসুমে দারুন পারফর্ম করেছেন। এবারই তার প্রথমবারের মত বিশ^কাপে খেলার কথা ছিল। ১৯ বছর বয়সী বার্সেলোনা ফুল-ব্যাক বাল্ডে ক্যাম্প ন্যুতে নিজেকে রক্ষনভাগে দারুনভাবে প্রমান করেছেন। বৃহস্পতিবার প্রীতি ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে স্পেন যেখানে লেফট-ব্যাক হিসেবে মূল দলে ছিলেন অমারিক লাপোর্তে। এছাড়া বদলী হিসেবে নেমেছিলেন জোর্দি আলবা।
স্পেনের বিশ্বকাপ দলে হোসে গায়ার স্থানে বার্সেলোনার আলেহান্দ্রো বাল্ডে
Advertisement