স্বল্প পোশাকে ঝড় তুললেন উর্বশী

ব্রিট বাংলা ডেস্ক :: স্বল্প পোশাকে নেটদুনিয়ায় ঝড় তুলেলেন অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। নাচ বলিয়ে সিজন-৯ এ দেখা গিয়েছিল এই টেলি অভিনেত্রীকে। এখন তিনি ছুটি কাটাচ্ছেন গোয়ার বিচে। সমুদ্র তীরে তার লাস্যময়ী লুকে রীতিমতো উত্তাপ লেগেছে তার ভক্তদের মনে। বিচ থেকেই সরাসরি তিনি ছবি শেয়ার করেছেন। উর্বশী একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সমুদ্র তটে রিল্যাক্সিং মুডে রয়েছে রয়েছেন অভিনেত্রী। সবুজ রঙের বিকিনিতে তিনি ছড়িয়ে দিয়েছেন উত্তাপ। সেখানে তিনি নিজেকে সূর্যের আলোয় ভিজিয়ে নিচ্ছেন বলে ক্যাপশনও দিয়েছেন।

তবে একা একা কিন্তু গোয়ার বিচে ছুটি কাটাতে যাননি এই অভিনেত্রী। তার সঙ্গে ছিলেন চারু মেহরা, নেহা সাক্সেনা, শক্তি আরোরা এবং তেজদীপ গিল। শুধু একটি নয়, বিচ থেকে আরো একটি ছবি শেয়ার করেছেন টেলি তারকা। সেখানে তিনি লিখেছেন, ডোন্ট ওরি, বিচ হ্যাপি। এই ছবিটি অবশ্য নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি।

Advertisement