স্বাভাবিক অবস্থায় ফিরছে ইস্ট লন্ডনে পানির সরবরাহ

ব্রিটবাংলা ডেস্ক : হ্যাকনিতে পানির পাইপ ফেটে যাওয়ায় রাতভর পানির তীব্র সংকটে ভোগতে হয়েছে ইস্ট লন্ডনের বিশাল এলাকার  বাসিন্দাদের।

থেমস ওয়াটার জানিয়েছে, হ্যাকনি মার্শে একটি পাইপ ফেটে যাওয়ার ফলে ই-৬, ই-৭, ই-৮, ই-৯, ই-১০, ই-১১, ই-১২, ই-১৩, ই-১৫, ই-১৬ এবং ই-২০ এলাকায় মঙ্গলবার বিকেল ৪টা থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাতভর ইন্জিনিয়াররা কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। যদিও  কিছু কিছু এলাকায় পানির স্বাভাবিক অবস্থা ফিরে আসতে বুধবার বিকেল পর্যন্ত গড়াবে বলে জানিয়েছে থেমস ওয়াটার।

এদিকে পানির সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা সুপার মার্কেট থেকে পানি কিনে আনেন। অযথা আতঙ্কে ভোগে ক্রেতারা যে যার মতো করে পানির বোতল কেনায় স্থানীয় সুপার মার্কেটগুলোতেও পানির বোতলের স্টক শেষ হয়ে যায়। ফলে অনেকে গিয়ে হাত ধোয়ার মত একটি পানির বোতলও কিনতে পারেননি। সামাজিক মাধ্যমে পানি সংকটের ফটো ও ভিডিও শেয়ার করে নানান মন্তব্য করেন স্থানীয় ভুক্তভোগিরা। করোনা সংকটে ঘরে গিয়ে হাত ধোয়ার পানি না পেয়ে মারাত্মকভাবে হতাশায় পরেন অনেকে।

তবে থেমস ওয়াটার জানিয়েছে, পানির সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী অসহায় বাসিন্দা এবং কেয়ার হোমে সরবরাহ করা হয়েছে। বুধবার বিকেলের দিকে সর্বত্র পানির সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলেও জানিয়েছে থেমস ওয়াটার।

 

Advertisement