স্বামী থাকাবস্থায় স্ত্রী বিয়ে করলে হতে পারে ৭ বছর কারাদণ্ড

প্রথম স্বামী থাকা অবস্থায় স্ত্রী যদি দ্বিতীয় বিয়ে করেন তবে তাকে সাজা ভোগ করতে হতে পারে। এই অপরাধের জন্য হতে পারে ৭ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড।একজন পুরুষ একই সময়ে একাধিক স্ত্রী রাখতে পারলেও নারীদের ক্ষেত্রে একজন স্বামী থাকাবস্থায় একই সময়ে একাধিক স্বামী রাখার আইনি কোনো বিধান নেই। বাংলাদেশে প্রচলিত ১৮৬০ সালের দণ্ডবিধি অনুযায়ী এমন কাজ দণ্ডনীয় অপরাধ। তবে এই অপরাধটি আমলযোগ্য নহে। অপরাধটি জামিন যোগ্য ও ওয়ারেন্টযোগ্য। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে এই অপরাধের বিচার হয়ে থাকে।দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী, মুসলিম আইন মতে স্বামী একই সঙ্গে একাধিক স্ত্রী রাখতে পারবেন। মুসলিম ধর্মীয় পুরুষরা একজন সঙ্গে চারজন স্ত্রী রাখতে পারলেও হিন্দুদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। অবশ্য মুসলিমদের ক্ষেত্রে একাধিক বিয়ের ক্ষেত্রে পারিবারিক আদালত আইনে বিদ্যমান স্ত্রী অনুমতি নিয়ে পরবর্তী বিয়ে করার নির্দেশ আছে। এআইআর (১৯৬৭) এর ২৪১ মামলায় বলা হয়েছে- হিন্দুদের ক্ষেত্রে ব্যক্তিগত আইন অনুযায়ী যেকোনো সংখ্যক বিয়ে করায় কোনো প্রতিবন্ধকতা নেই।

Advertisement