ব্রিট বাংলা ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ছোট একটি শহরের অবকাশ যাপন কেন্দ্রে প্রেসিডেন্ট কিম জং উনের ব্যক্তিগত ট্রেন স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি দল।
৩৮’ নর্থ নামের ওই নজরদারি দলের ওয়েবসাইটে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের উয়োনসানের একটি স্টেশনে গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কিমের ট্রেনটি অবস্থান করেছিল। যুক্তরাষ্ট্রের নজরদারি দলটির দাবি, ট্রেনের অবস্থানের মাধ্যমে বোঝা যায় যে কিম একটি অভিজাত এলাকায় আছেন। তবে এই ট্রেনের উপস্থিতি কিমের শারীরিক অবস্থা নিয়ে কোনও আভাস দিচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নজরদারি দল ৩৮ নর্থ।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন সম্প্রতি দাবি করেছে যে, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন’র এই প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন।
এদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানায়, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন কিম জং উন। হংকং’র একটি টেলিভিশন দাবি করেছে, কিম জং উন মারা গেছেন। এছাড়া জাপানের একটি গণমাধ্যমের দাবি , উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন অচেতন অবস্থায় আছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গত ১১ এপ্রিল কিম জং উনকে সর্বশেষ দেখা গিয়েছিল । এরপর থেকে আর কিম জং উনকে জনসম্মুখে অথবা কোন গণমাধ্যম দেখা যায়নি। এমনকি কিম গত ১৫ এপ্রিল তার দাদার জন্মদিন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যোগ দেননি। এর আগেও ২০১৪ সালে কিম জং উন দীর্ঘদিনের জন্য উধাও হয়ে গিয়েছিলেন। তখন প্রায় এক মাসের বেশি সময় পর রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের দেখা মেলে।