সৎ ও শিক্ষিত নেতৃত্ব নির্বাচনে সবাইকে এগিয়ে আসতে হবে

গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস এর ২০১৯ সালে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে সর্বস্তরের গোলাপগঞ্জবাসী ও গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সকল সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস এর সদস্যরা আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবে না। যারা সংবিধান সংশোধনের নামের নিজের কর্তৃত্ব ধরে রাখতে চেয়েছে আগামী নির্বাচনে তাদের অবশ্য এর মাশুল দিতে হবে।’

গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আব্দুল হালিম মাহমুদ নাহিন।

গত ৪ জানুয়ারি রবিবার একটি সার্বজনীন কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হচ্ছেন ব্রিটেনে গোলাপগঞ্জ প্রবাসীদের দূত। এরা পুরো ব্রিটেনে আমাদের প্রতিনিধিত্ব করবেন। সুতরাং একজন সৎ ও শিক্ষিত নেতৃত্ব নির্বাচিত করলে পুরো কমিউনিটিতে গোলাপগঞ্জের মুখ উজ্জ্বল হবে।

পূর্ব লন্ডনের দারুল উম্মা সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল ইসলাম। সংগঠনের সদস্য আরেফ মঞ্জুর চৌধুরী মিঠু ও সাবেক ইসি মেম্বার আব্দুল বাছিরের উপস্থাপনায় বক্তারা আরো বলেন, একটি সংগঠন তখনই সার্বজনীন হয় যখন সকলের সম্পৃক্ততা নিশ্চিত করা যায়। আর যদি কেহ সংগঠন প্রতিষ্ঠার পর সারা জীবনের জন্য ক্ষমতা দখল করে রাখতে চায় তাদের মুখে সার্বজনীন মানায় না।

বক্তারা আরো বলেন, যারা দীর্ঘ ৭ বছর ক্ষমতায় থেকে আবারও ক্ষমতায় আসতে চায় গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সদস্যরা তাদের আর ভোট দেবে না। তারা সাধারণ সদস্যদের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন।

সভায় সভাপতি প্রার্থী আবু তাহের তার ভবিষ্যত চিন্তাধারা তুলে ধরেন। এতে হল ভর্তি সংগঠনের সদস্যরা করতালি দিয়ে তাকে সমর্থন করেন। তিনি ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের উন্নয়নের জন্য পুরো প্যানেলকে ভোট দেয়ার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী আবু তাহেরকে একজন সৎ শিক্ষিত ও যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। উক্ত সভায় গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ প্রবাসী গোলাপগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় মঞ্চে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আমান, আনোয়ার হোসেন (সাবেক চেয়ারম্যান), গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আলতাফ হোসেন বাইছ, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক উপদেষ্টা মোহাম্মদ শামছুল হক, আব্দুল মতিন চৌধুরী, সিরাজুল ইসলাম ও রুহুল আমিন রুহেল, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের বর্তমান সভাপতি তমিজুর রহমান রঞ্জু, কমিউনিটি সংগঠক লোকমান উদ্দিন, মাওলানা শওকত আলী, মোহাম্মদ ইসলাম উদ্দিন, এম এ বাছিত, মাসুক আহমদ ও আব্দুল লতিফ খান, হেলাল উদ্দিন, মাইজ উদ্দিন আহমদ প্রমুখ।

সভায় গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমদ সাদ সংগঠনের প্রতিষ্ঠার কারন তুলে ধরেন। সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক উপদেষ্টা আনোয়ারুল ইসলাম চৌধুরী জবা, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্টের সভাপতি আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টির সহ-সভাপতি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক সহ-সভাপতি আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান, সদস্য নুরুল ইসলাম বেলাল, সাবেক ইসি মেম্বার এনাম উদ্দিন, ইকবাল আহমদ চৌধুরী, ইয়ামিন দিদার, আলতা মিয়া, আমিনুল হক জিলু, জেনিফার শারমীন লাস্কমী, সাবেক সহ-সম্পাদক কামাল উদ্দিন, গোলাপগঞ্জ জনকল্যাণ সমিতি লুটন এর সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, সাবেক ইসি মেম্বার মারুফ আহমদ, সৈয়দ নাদির আহমেদ, মিছবা মাছুম, আলী আমজাদ চৌধুরী, রেজাউল ইসলাম বিল্লাহ, সাজেদুর রহমান সাজন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা সহসভাপতি আনোয়ারুল ইসলাম জবা, সাবেক সহ-সভাপতি মাসুদ আহমদ জুয়েল, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, ফয়েজ আহমদ, ফারুক মিয়া, ইকবাল আহমদ চৌধুরী, আব্দুল বারী নাছির, নুনু মোহাম্মদ শেখ, হেলাল উদ্দিন, আব্দুল হালিম চৌধুরী, দেলোয়ার আহমদ শাহান, সাবেক ভিপি তৌফিক আহমদ টিটু, কাওছার আহমদ জগলু, বিলাদুর রহমান কাসেম, সুহেল আহমদ, সাবলু আহমদ, মুকিতুর রহমান মুকিত, রেদওয়ান হোসেন রেজা প্রমুখ।

Advertisement