ব্রিট বাংলা ডেস্ক :: হংকংয়ে সেনাবাহিনীর সংখ্যা দ্বিগুন করেছে চীন। বিদেশি কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, তিন মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনের কারণে বেইজিং সামরিক শক্তি বাড়িয়ে চলছে। খবর রয়টার্স।
গত মাসে সীমান্ত দিয়ে হংকংয়ে হাজার হাজার সেনা পাঠানো হয়েছে। হংকংয়ে সাধারণত চীনা সেনা সদস্য তিন থেকে পাঁচ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বর্তমানে ১০ থেকে ১২ হাজার আছে বলে বিদেশি কূটনীতিকরা বলছেন।
এই বিষয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হংকংয়ের নিরাপত্তায় মূলভূখন্ড থেকে অল্প কিছু সেনা সদস্য মোতায়েন করা হয়। তাদের দায়িত্বের পালা পরিবর্তনের অংশ হিসেবে নতুন সেনা সদস্য সেখানে গেছে।
তবে কূটনীতিকরা বলছেন, এটা কোনোভাবেই পালা পরিবর্তনের অংশ নয়। সামরিক শক্তি বৃদ্ধিই মূল লক্ষ্য।
Advertisement