হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্থগিত নিউজিল্যান্ডের

ব্রিট বাংলা ডেস্ক : হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্থগিত ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শহরটির ওপর চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের প্রতিবাদে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। এক ঘোষণায় সেখানে ভ্রমণ বিষয়ক ঝুঁকিও আপডেট করা হয়েছে। চীনের নিরাপত্তা আইনটি বিশ্বব্যাপি সমালোচিত হয়েছে।

সমালোচকরা বলছেন, বিক্ষোভকারীদের শাস্তি দেয়া সহজ করতে ও ভূখণ্ডটির স্বায়ত্ত্বশাসন কমাতেই এই আইন প্রণয়ন করা হয়েছে। আইনটির প্রতিবাদে এর আগে হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। হংকংয়ের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এমনকি চীনের উপর আরোপ করেছে একাধিক নিষেধাজ্ঞা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডে অবস্থিত চীনা দূতাবাস প্রত্যর্পণ চুক্তিটি স্থগিতের সমালোচনা করেছে।

বলেছে, এটা চীনের আভ্যন্তরীণ বিষয়ে গর্হিত হস্তক্ষেপ। এক বিবৃতিতে চীনা দূতাবাস বলেছে, নিউজিল্যান্ড সরকারের সিদ্ধান্তটি আন্তর্জাতিক আইনের ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা বিষয়ক মৌলিক নিয়মগুলোর গুরুতর লঙ্ঘন।

নতুন ঘোষণা অনুযায়ী, হংকংয়ের সঙ্গে সামরিক এবং দ্বৈত ব্যবহারের পণ্য ও প্রযুক্তি রপ্তানি চীনের মূল ভূখণ্ডের মতোই করা হবে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটারস বলেন, নতুন নিরাপত্তা আইনটির মাধ্যমে হংকংয়ের সঙ্গে করা ‘এক দেশ, দুই নীতি’ ব্যবস্থাকে হেয় করেছে, আইনের শাসন নীতিকে ধ্বংস করেছে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

Advertisement