হত্যাকান্ডকে স্বাভাবিকভাবে মেনে না নিতে লন্ডনারদের প্রতি আহ্বান : London murders: Violent crime wave ‘is not new normal’

ব্রিটবাংলা ডেস্ক : আর কোনো হত্যাকান্ডকে স্বাভাবিকভাবে মেনে না নিতে লন্ডনের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডন এসেম্বলী মেম্বার এবং সিটি হলের পুলিশ এন্ড ক্রাইম কমিটির চেয়ারম্যান স্টিভ ওকনেল। তিনি বলেন, লন্ডনাররা উন্নত, স্বাভাবিক এবং নিরাপদ জীবন প্রত্যাশা করে। তা নিশ্চিত করার জন্যে প্রয়োজনীয় সবকিছু করতে মেট পুলিশকে নির্দেশ দিতে লন্ডন মেয়র সাদিক খানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি লন্ডন মেয়র সাদিক খান।

চলতি বছর লন্ডনে এ পর্যন্ত ৭৫টি হত্যাকান্ড ঘটেছে। সর্বশেষ গত ১১জুন বারমন্ডসিতে ২৩ বছর বয়সী এক তরুন ছুরিকাহত হবার পর সোমবার মৃত্যুবরণ করে।

উল্লেখ্য চলতি বছর হ্যাকনি এবং হ্যারিঙ্গেতে ৬ জন করে ১২ জন, কেমডেন এবং ল্যাম্বেতে ৫ জন করে ১০ জন, বার্কিং এন্ড ডেগেনহ্যামে ৪ জন এবং বার্নেট, হ্যামারস্মীথ এন্ড ফুলহ্যাম, রেডব্রিজ, ব্রেন্ট, গ্রিনিচ, ইজলিংটন, সাদার্ক  এবং ওয়ালথামস্টো, প্রতিটি বারায় তিন জন করে খুন হয়েছেন।

গ্রেটার লন্ডনের ৩৩টি বারার মধ্যে বেক্সলি, লুইশিয়াম, রিচমন্ড এন্ড সাটনে চলতি বছর এখনো কোনো হত্যাকান্ডের ঘটনা ঘটেনি।

 

A London Assembly member has urged capital residents not to accept the “horrifying” number of murders this year as a “new normal”.

Police and Crime Committee chairman Steve O’Connell said “Londoners deserve better” after the 75th murder in 2018.

The committee has launched an investigation into the surge in violent crime in London this year.

Mr O’Connell called on Mayor Sadiq Khan to “ensure the Met has what it needs” to tackle the crime wave.

The mayor has not yet responded to Mr O’Connell’s comments.

The latest murder investigation was launched after a 23-year-old man stabbed in Bermondsey on 11 June died on Monday night.

The committee has released figures highlighting which boroughs have witnessed the most murders in 2018.

Hackney and Haringey have both had six, while Camden and Lambeth have seen five each.

Four people have been murdered in Barking and Dagenham and three in each of Barnet, Hammersmith & Fulham, Redbridge, Brent, Greenwich, Islington, Southwark and Waltham Forest.

Only four of the city’s 33 boroughs – Bexley, Lewisham, Richmond and Sutton – have seen no murder investigations launched this year.

Advertisement