হবিগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রিট বাংলা ডেস্ক :: হবিগঞ্জে দু’শ ৩৫ পিস ইয়াবাসহ রাজু মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ী পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রাজু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মৃত ছাবু মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, রাজু মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement