ব্রিটবাংলা রিপোর্ট: আড্ডা – প্ৰবীন সাংবাদিক লেখক সাহিত্যিক হামিদ মোহাম্মদ নিজের মেধা মনন আর প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পরিমণ্ডল কে সমৃদ্ধ করছেন।
শিল্প সাহিত্য জগতের গুণী মানুষটির জন্মদিনে সাহিত্য অনুরাগী এবং কবিতা প্রেমিক দের সৃজনশীল চিন্তার সংগঠন ছান্দসিক এর উদ্যাগে
আড্ডা অনুষ্ঠিত হবে
তারিখ : ৩oজুলাই রবিবার বিকেল ৪টা স্থানঃ নজরুল সেন্টার লণ্ডন ৷
ACB#17
Advertisement