১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক, সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল। তাকে আরও কয়েক দিন চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখবেন।তিন দিন ধরে বুকে অস্বস্তি বোধ করছিলেন ৫১ বছর বয়সী ইনজামাম। হাসপাতালে পরীক্ষা করে দেখা গেছে, তার হার্ট অ্যাটাক হয়েছে। সোমবার তার হার্ট অ্যাটাক হয়।তার হার্টে একটি ‘ব্লক’ আছে। চিকিৎসকরা তার অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন।ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ইনজামামের। ৩৭৫ ম্যাচে ১১ হাজার ৭০১ রান করেছেন তিনি। টেস্টে পাকিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।২০০৭ সালে ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক, আফগানিস্তানের প্রধান কোচ ও পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি।
হার্ট অ্যাটাকে হাসপাতালে ইনজামাম
Advertisement