হালখাতা !

আহাদ চৌধুরী বাবু

হালখাতা!একটি পরিচিত দিন একটি উৎসবের অংশ ৷

দেনা পাওনার হিসাব মেলানোর দিনক্ষন৷যদিও কালের আবৰ্তনে হারিয়ে গেছে এই সংস্কৃতি ৷

কিন্তু মানুষ হিসেবে হিসাবের হাল খাতা প্রতিদিন বড় থেকে আর বড় হয়ে উঠছে ৷ কখন সেই সময় চলে আসবে জানা নেই ৷ আমাদের সবার আমল নামাই হবে হাল খাতা ৷

জীবন নাঠকের রঙ্গ শালার কৃতকর্মের হাজারও ঘটনার দুর্লভ স্বাক্ষি হালখাতা,পাপ পূর্ণের হিসাব নিকাশ চলেছে সমান্তরাল ! একজন ব্যক্তি,মানুষ হিসেবে যদি নিজের এই মধ্য বয়সের

মাজামাজি দাঁড়িয়ে হিসাব কষি চোখে ভেসে উঠে অপূর্ণতা সততার অনুউপস্থিতি, মিথ্যা আর অন্ধকারের কালো দিক বিশাল এক অংশ জুড়ে৷

জীবনের অনেক বসন্ত চলে গেছে উন্মাদনা আর মোহের কারনে ৷ বাধা নিষেধ উপেক্ষিত ৷

রঙ্গিন চাওয়ার ভাসনায়,ক্ষয় করেছি যৌবনের স্বর্ণালী দিপ্ত্যময় দিন ৷ আজ যখন ভাটা এসেছে শরীর ও মনে অন্তর কেঁদে উঠে অনুশোচনায় ৷

আস সালাতু খাইরুম মিনাননার..শুনলে লেপ দিয়ে মাথা মুঁড়িয়ে না শুনার ভান ৷গোধুলী বেলায় দুষ্ট ছেলেদের দলে হারিয়ে যাওয়া সময় ৷ বিপ্লব স্পন্দিত বুকে রাজপথের মিছিলের নষ্ট নেতার পিছু নেওয়া এবং অন্যের অনিষ্ট সাধন ৷

দূর্বলের প্রতি নিমকহারামীর মতন আচরন ৷ আজ অনেক বেলা শেষে নিজের আকাশে তারা খুজি ৷

খুঁজে পেলেও তারার মেলা দেখিনা ৷ আলোহীন তারা ঝলমল করেনা ৷

একটি ভয় শংকা এবং গন্তব্যের শেষ সীমানার উদ্যেশ্যে পথ চলা ৷ দোকানী বসে আছেন কড়ায় গন্ডায় আদায়ের অপেক্ষায় ৷

সেই হাল খাতার রং লাল কিনা জানা নেই,তবে সেটিতে দাগ খতিয়ান, সাল,তারিখ এবং সময় সবই থাকবে ৷

আজ ভাবনায় বা চিন্তায় সামগ্রিক ভাবে উপলব্দী আসে,তখন এক পরাজিত,লজ্জিত মানুষের প্রতিছবি দেখতে পাই ৷

অন্তর কাঁদে ৷ আমিতো সমৃদ্ধ হাল খাতার অংশ হতে পারবনা ৷ কিন্তু আজ এই বেলায় মন খারাফের গাড়ীর নাট,বল্টু,ইঞ্জিন সবই নড়বড়ে ৷

চাইলে সব কিছু হয়ে উঠেনা বা তা অসম্ভব ৷

তবুত্ত প্রানান্তন কামনা বা প্রচেষ্টা হালখাতার প্রথম কয়েকটি পাতা যেন শুভ কিছু থাকে, যাতে প্রথম প্রহরে লজ্জিত হতে না হয়৷

সৃষ্টির সেরা মানুষ তারই অংশ আমি আমরা সবাই ৷ মোম বাতির নিবু আলোর মতন নয় সূর্যের প্রখরতা নিয়ে মাবুদের হাইকোর্টে জামিনের জন্য দাঁড়াতে মন চায় ৷

মন কাঁদে,বর্ষার মতন নয়ন ভাসে জলে ৷ প্রার্থনা প্রভু দয়াময় আমার হাল খাতাটি শুভ্র সুন্দরের উজ্জলতায় ভরে তোলার শক্তি ও সাহস দাও ৷

Advertisement