হাসপাতালে রোগীর খাবারে মরা টিকটিকি!

ব্রিট বাংলা ডেস্ক : হাসপাতালে রোগীদের দেওয়া খাবারে ভেসে উঠল মরা টিকটিকি। ডালে মরা টিকটিকিটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। গতকাল বুধবার এমনটাই ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে।

রোগীদের অভিযোগ, এমনিতেই হাসপাতালে যে খাবার দেওয়া হয় তা মুখে তোলা যায় না। তার উপরে খাবারে মরা টিকটিকি দেখে খাওয়ার ইচ্ছাই চলে গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েছে রোগীর পরিবার।

অভিযোগ, ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। দুপুরের খাবারে ভাত-ডাল দেওয়া হয়েছিল। আর তাতে মরা টিকটিকি ভেসে থাকতে দেখা যায়।

পরে এই নিয়ে হাসপাতালে হইচই পড়ে যায়। জানা গেছে, এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন হাপাতালের সুপার।
তবে ওই হাসপাতালে খাবার দেওয়ার দায়িত্বে থাকা ঠিকাদার অতনু সিংহ রোগীদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, ডাল দেওয়ার অনেক পরে টিকটিকি পড়ে থাকতে পারে।

এর আগেও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এই ঠিকাদারের বিরুদ্ধে উঠেছিল।

Advertisement