হাসান মাসুমের কবিতা : মাথায় যত প্রশ্ন আসে-২

এই মাথাতেও প্রশ্ন আসে, দেবে কি কেউ জবাব তার?
বলবে নাতো, ’মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!’
নিজের কথাই ভাবছে মানুষ, পরের দিকে নজর নেই
পরের জিনিস মুফতে পেলে নাচছে কেন তা ধেই ধেই?
বিপদ এলে চিনবে না তার নিজের আপন স্বজনকে?
বিপদকালে বন্ধু তুমি পাবে বলো ক’জনকে?
করোনা কি চিনিয়ে দিল মানুষজনের আসল রূপ?
কাল যে ছিল বন্ধু পরম, আজ অচেনা, নীরব, চুপ!
বাবা-মাকে যাচ্ছে ফেলে পথের ধারে জ্বর হলে,
পাপিষ্ঠ ঐ সন্তানেরে ফেলবে তুমি কোন দলে?
অনেক পশু আছে, যারা সঙ্গ তাদের ছাড়বে না,
মানুষগুলো বলো, সেসব পশুর কাছে হারবে না?
নিজের তরে করছে গোপন- পরিচয় যে রোগীর দল
সংক্রমিত করছে সেবক- এদেরকে কি বলবি বল্?
গাধা? পাঠা? শয়তান? না উজবুক? না আহাম্মক?
মহামারী সামাল দিতে কেমন করে আঁকবি ছক?
মানবতার দোহাই দিয়ে এদের ক্ষমা করবো কি?
এদের, প্রতারনার দায়ে আইন-কানুনে ধরবো কি?
ক্রান্তিকালে স্বাস্থ্যসেবার দায়িত্বটা কে নেবে?
করবোটা কি দয়া করে সময় নিয়ে বল ভেবে !

https://britbangla24.com/news/113313/

Advertisement