ব্রিটবাংলা ডেস্কঃবাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য ওমেন শাখার আয়োজনে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয় হিউম্যান রাইটস কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ৷
যুক্তরাজ্য ওমেন শাখার সভাপতি সাজিয়া স্নিগ্ধার সভাপতিত্বে,সাধারণ সম্পাদক শাহিন নাহার লীনা এবং সহ সম্পাদক মিতা কামরানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ,কামিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোজাম্মেল আলী , বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল আহাদ চৌধুরী ,কমিউনিটি ব্যক্তিত্ব জামাল খান , কাউন্সিলর পারভেজ আলম, সাবেক কাউন্সিলার মতিনুজ্জামান, কাউন্সিলর মাহবুব আলম, কমিউনিটি ব্যক্তিত্ব মেহের নিগার, হেকনে এসোসিয়েশন এর সভাপতি আঞ্জুমান আরা আঞ্জু, শাহনাজ সুমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাশুদুল রুহুল, আবদুল মাজিদ,শাহিন তরফদার, শেলি , আবদুল বাসির,সায়েল তরফদার, আনসার আহমেদ উল্লাহ,মতিয়ুর রহমান , শাহ বেলাল , জুবায়ের আহমেদ, জুয়েল রাজ, খালেদ আহমেদ জয় , কবি নজরুল , নজরুল ইসলাম ,কামড়ান, জুয়েল, নাজমা হুসাইন, নাজ নাইম, স্মরণ, সুনারা বিবি, মুনিরা, প্রমুখ । অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন পলি রহমান, সালমা আলম, মাহমুদা মনি, হাসিনা হোসেন, সুফিয়া জেমিন, মিতা কামরান।অনুষ্ঠানে সংগঠনের আগামী পরিকল্পনাগুলো প্রকাশ করা হয়।
আগামী তিন মাস পর পর যুক্তরাজ্যে বসবাসরত বাঙ্গালী মহিলাদের আইনি সহায়তা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করার সাথে সাথে শুধু মহিলাদের জন্য ওমেন স্পোর্টস ইভেন্ট করার ঘোষণা দেওয়া হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি বৃন্দ প্রতিষ্টা বার্ষিকী কেক কাটা হয়।